আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় সমিতির জেলা কার্যালয়ে এ নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাসুদুল হাসান মাসুদ।
এতে, সভাপতি হিসেবে আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক হিসেবে মো: মোস্তফা কামালকে ঘোষণা করেন। এছাড়াও বর্তমান নতুন কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ মানিক, আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন ও নূরে আলম দীপু, কোষাধ্যক্ষ আলহাজ্ব ইসহাক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম শামীম ও আব্দুল্লাহ আল মামুন মোহন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম রাজীব, আইন বিষয়ক সম্পাদক মো: মাসুদ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ শাহ্জাহান বাবুল, কার্যকরী সদস্য হিসেবে আবুল হাসান লাক্কু, মুসা মারুয়া, আলহাজ্ব মো: সিরাজ উদ্দিন তুতু, মো: আল-আমিন, আলহাজ্ব মোহাম্মদ আলী, মো: হাবীব খাঁন ও জহিরুল হককে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।

সভায় ইট প্রস্তুতকারী মালিক ও নির্বাচন পরিচালনা বোর্ডের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞ্যাপন করে স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি বলেন, কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিকদের অবস্থা খুব করুন। প্রস্তুতকারী সরঞ্জামের সংকট ও অকল্পনিয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই শিল্পটি হুমকির মুখে। আধুনিকতা করণের সরকারের চাপ থাকলেও পারিপার্শ্বিক কারণে তারা গুছিয়ে উঠতে পারছেন না। বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেতে আমাদের যে হয়রানি ও জটিলতায় পড়তে হয় তা আরও সহজলভ্য ও সকল চারপত্রের ওয়ান স্টপ সার্ভিসের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানান।


এতে আরও বক্তব্য রাখেন – নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান মো: ওসমান গনি, নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন ও মো: শহিদুল ইসলাম রতন, কিশোরগঞ্জ প্রসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল ও কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category