নিজস্ব প্রতিনিধি : পরিবেশের সচেতনতা সৃষ্টি ও মোড়কজাত ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত জুসের পরিবর্তে তাজা মৌসুমি ফলের প্রতি কোমলমতি শিশুদের আকৃষ্ট করার লক্ষ্যে ‘গ্রীন ডে’ সেলিব্রেশান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে কিশোরগঞ্জ ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল।
রবিবার (২৭ জুলাই) সকাল এগারোটায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়ামে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এ গ্রীন ডে সেলিব্রেশান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান।
ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির কন্ট্রোলার অসীম সরকার বাধনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি।
প্রধান অতিথি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের পড়াশোনাসহ অন্যান্য গঠনমূলক সহশিক্ষায় নিয়োজিত করা।’
এ সময় গ্রীন ডে সেলিব্রেশানে শিশুদের গাছের প্রতি ভালবাসা সৃষ্টি করতে ফল গাছের চারা বিতরণের পাশাপাশি আনন্দ-উল্লাস ও নব উদ্দীপনায় মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।ছিলো খুদে শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় গ্রীন ডে সেলিব্রেশান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply