আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পলিমাটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডেস্ক নিউজ :  পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ২১ জুলাই ২০২৫ সকাল ১০:০০টায় রাজশাহীর বাঘা উপজেলার শরিফাবাদ মহাবিদ্যালয় মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিমাটি’র উপদেষ্টা আলিফ মাহমুদ, শরিফাবাদ মহাবিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজির উদ্দিন জর্জ, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ।

এছাড়া পলিমাটির সদস্য, রিশিতা, সাইফ, মাহিম, ফারিয়া, সুরাইয়া, কোহিনুর, মৃদুলা, শ্রদ্ধা, রাফা, ছোঁয়া, মাধুর্য, শান্ত, নাহিদ, রিমন, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি শরিফাবাদ মহাবিদ্যালয় এর ২০০ জন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মাঝে মেহেগনি, পেয়ারা, নিম, ডালিম, আমড়া, কাঁঠাল, লেবুসহ অন্যান্য গাছ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category