আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে নরসিংদীতে এনসিপির মহাসড়ক অবরোধ

আল আমিন, নরসিংদী প্রতিনিধি:  গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভায় হামলার প্রতিবাদে নরসিংদীতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে জেলা কারাগারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে তারা এ অবরোধ কর্মসূচি শুরু করে।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ফলে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ কর্মসূচির সময় আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় তারা গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category