আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় লিখিত অভিযোগ

তাড়াইল প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে রাউতি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহীন আলমকে(১৭) খুন করার উদ্দেশ্যে  হামলা চালায় দুর্বৃত্তরা।

ঘটনা সূত্রে জানাা যায় ,রাউতি ইউনিয়ন রাউতি কুরেরপাড় গ্রামের শাহাবুদ্দিন( ৪২)এবং পার্শ্ববর্তী তালজাঙ্গা ইউনিয়ন  লাখপুর গ্রামের চানদু মিয়ার(৬৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও হাঁস নিয়ে বিরোধ  চলিয়া আসিতেছে , এই জের ধরে শাহাবুদ্দিনের ছেলে হাফেজ মাওলানা শাহিন আলম তখন ঘড়ির সময় রাত সাড়ে নয়টা বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে, তাকে একা পেয়ে খুন করার উদ্দেশ্যে ওত পেতে বসে থাকা দাঙ্গাবাদ লাখপুর গ্রামের চান্দু মিয়ার দলবল তার ওপর হামলা চালায় ,শাহিন আলম তখন জীবন বাঁচার তাগিদে বাঁচাও  বাঁচাও বলে চিৎকার করিতে থাকিলে, তার ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমেই তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করেন,পরে তাকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দু মিয়া গ্রামের সিংহভাগ মানুষকে অত্যাচার অন্যায় করে অতিষ্ঠ করে ফেলেছে।  এ নিয়ে গ্রামে তার বিরুদ্ধে একাধিকবার দরবার সালিশ বসেছে । গ্রামের দরবার সালিশ কোনটাই সে মানে না। থানায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে।
এছাড়াও  তৎকালীন আওয়ামী লীগ ফ্যষ্টিট সরকারের কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়ন  ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন বলে জানা যায়।
এবিষয়ে শাহীন আলমের পিতা বাদী হয়ে চান্দু মিয়া(,৬৫) পিতা মাতাব খান আসিফ মিয়া(,১৯) পিতা বাদল অংকুর মিয়া,(১৯)পিতা হারুন   আজিজুল মিয়া,(৫২) পিতা মৃত কুঞ্জন  মিয়া এই ৪ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তাড়াইল থানা ওসি সাব্বির রহমান বলেন
আমি  একটি লিখিত অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত সাপেক্ষে যথাযথ আইনোগ্য ব্যব্যস্থ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category