আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে তালাক দিলেন এনসিপি নেতা

এম এ হান্নান পাকুন্দিয়া :  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পাকুন্দিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহ’র বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তালাক দেয়ার অভিযোগ উঠেছে । এমনকি তাঁর আড়াই বছরের শিশু কন্যাকে স্ত্রীর কাছ থেকে জোড় করে নিজের কাছে রেখে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (১০জুলাই) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার হাসি লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি উপজেলার চরটেকী গ্রামের তাজউদ্দিনের মেয়ে। সংবাদ সম্মেলনে তাঁর মা … উপস্থিত ছিলেন।
অভিযুক্ত এনসিপি নেতা রাজিন সালেহ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে এবং এনসিপির পাকুন্দিয়া উপজেলার সমন্ব্য় কমিটির প্রধান সমন্বয়কারী। গত ২৯জুন জাতীয় নাগরিক পার্টির কেন্দীয় কমিটি (এনসিপির) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সদস্য সচীব আখতার হোসেন সাক্ষরিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটিতে রাজিন সালেহকে প্রধান সমন্বয়কারী রাখা হয়েছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ বছর আগে এনসিপি নেতা রাজিন সালেহ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী আমাকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। আমার এবং আমার পরিবারের সাথে অবজ্ঞাসূচক আচরণ করতে থাকেন এবং আমাকে প্রায়ই মারধর করে আমার বাবার বাড়ি পাঠিয়ে দিত। আমাদের সংসারে আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে বিধায় আমি আমার মেয়ের দিকে চেয়ে অত্যাচার নির্যাতন সয্য করে সংসার করে আসছি।
গত দেড়বছর আগে আমার স্বামী রাজিন সালেহের পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার দিঘীরপাড় আলীয়া মাদ্রাসায় কম্পিওটার অপারেটর পদে ১৩লাখ টাকা ঘুষের বিনিময়ে চাকুরি নেয়। চাকুরির টাকার জন্য আমার কাছে থেকে আমার ব্যবহৃত ৪ ভরি ওজনের স্বর্ণালংকার বিক্রি করে দেয়। এর কয়েকদিন পরেই আমাকে নতুন করে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমার স্বামী আমাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাধ্য হয়ে আমার বাবার বাড়ি চলে আসি।
গত ৫ আগষ্ট সরকার পতনের পর সে এনসিপি নেতা হয়ে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমাকে তালাক দেয়ার হুমকী দেয়। এ প্রেক্ষিতো আমি গত ৩০ জুন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দেই। অভিযোগের পর এনসিপির কেন্দ্রীয় নেতা সানী আহম্মেদ আমাকে ফোনে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেয় এবং এ বিষয়ে মিমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়। এতে আমি উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ স্থগিত রাখার জন্য বলি। কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও সমাধানের কোন উদ্যোগ তিনি গ্রহন করেননি তিনি। গত ৫ জুলাই আমার স্বামী আমার বাবার বাড়িতে তার এক ভাগিনাকে সাথে নিয়ে আমার শিশু কন্যাকে বিকেলে দিয়ে যাবে বলে আমার কোল থেকে নিয়ে যায়। অদ্যবদি পর্যন্ত আমার মেয়েকে আর ফেরত দেয় নাই।
এ প্রেক্ষিতে আমি আবার আজ ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসলে জানতে পাই গত ২৭ জুন আমার স্বামী আমাকে আদালতের মাধ্যমে তালাক দিয়ে দিছে। অথচ আমি ইহার কোন কিছুই আবগত নই।
অভিযুক্ত এনসিপির সমন্বয়কারি রাজিন সালেহ জানান,
আমি তাহাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, তার সাথে আমার কোন সম্পর্ক নেই ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category