মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : পুলিশ বাহিনীর একনিষ্ঠতা, পেশাদারিত্ব এবং সাহসিকতার প্রতীক হিসেবে মাধবদী থানা পুলিশের একজন সদস্য বর্তমানে শিল্পাঞ্চল মাধবদীতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন সাব ইন্সপেক্টর (এসআই) মোঃ আল আমিন। মেধা, কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি নিজেকে একজন চৌকষ ও দায়িত্বশীল অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মাধবদীতে। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি সততা ও মানবিক মূল্যবোধের উদাহরণ রেখে চলেছেন। মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, ওয়ারেন্ট তামিলসহ জটিল মামলার সফল নিষ্পত্তিতে তার সাহসিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত। সম্প্রতি মাধবদী থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন এসআই মোঃ আল আমিন। অপরাধ দমন, বিশেষ করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে তার নেতৃত্বে পরিচালিত কয়েকটি সফল অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ দ্রব্য ও গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত আসামিরা। একজন কর্মকর্তা হিসেবে তিনি শুধু আইনের প্রয়োগেই দক্ষ নন, জনতার প্রতি সহানুভূতিশীল আচরণেও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। থানায় আসা ভুক্তভোগীদের সঙ্গে বিনয়ী, সংবেদনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ তাঁর পেশাদারিত্বের বিশেষ দিক। সহকর্মীদের কাছে তিনি একজন নির্ভরযোগ্য, নেতৃত্বগুণসম্পন্ন অফিসার। অপরাধ তদন্ত, তথ্য বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁর দক্ষতা অনন্য। সময় পেলেই মধুর কন্ঠে পাঠ করেন কোরআন তেলোয়াত, আবার অবসর সময়ে সহপাটিদের মনোরঞ্জনের জন্য সুন্দর কন্ঠে গান গেয়ে শুনান। একইসাথে, দলগত মনোভাব ও সিনিয়র অফিসারদের নির্দেশনাকে গুরুত্ব দেন সর্বোচ্চ মাত্রায়। বিচার বহির্ভূত আচরণ থেকে দূরে থেকে তিনি এলাকার তরুণদের অপরাধ থেকে বিরত রাখতে নিয়মিত সচেতনতামূলক উদ্যোগে অংশগ্রহণ করেন। কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভায় উপস্থিত থেকে জনগণের আস্থা অর্জন করেছেন। আজকের দিনে যেখানে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস অর্জন একটি চ্যালেঞ্জ, সেখানে এসআই মোঃ আল আমিন তার কাজের মাধ্যমে সেই আস্থার জায়গা পুনঃস্থাপন করেছেন। তার কর্মকান্ড শুধু বাহিনীর জন্য গর্ব নয়, সমাজের জন্যও অনুকরণীয়। যেখানে পেশাগত সততা এবং মানবিক মূল্যবোধ মিলিত হয়, সেখানেই গড়ে ওঠে প্রকৃত “জনগণের পুলিশ।” (সাব ইন্সপেক্টর) এসআই মোঃ আল আমিন তেমনি একজন উদাহরণ।
Leave a Reply