আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকাস্থ সাংবাদিক নেতা জাহাঙ্গীর কিরণকে কিশোরগঞ্জে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা কিশোরগঞ্জের কৃতি সন্তান দৈনিক মানবকন্ঠের চীপ রিপোর্টার জাহাঙ্গীর কিরণ সম্প্রতি ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ জুন )বিকেলে শহরের সমবায় ভবনের প্রবীণ হিতৈষী কার্যালয়ে সংগঠনদ্বয়ের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান ।
কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির উপ-পরিচালক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাফিজুর রহমান ভূইয়া।
সংবর্ধিত অতিথির জীবন বৃত্তান্ত নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক প্রবন্ধকার ও লেখক আমিনুল হক সাদী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কিশোরগঞ্জ শাখার সভাপতি রুহুল আমিন, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক হাজী আবু সাঈদ, সাংবাদিক হুমায়ুন কবির, প্রভাষক সারোয়ার জাহান, সাংবাদিক এম এ হান্নান, কবি সাদিয়া জাহান রেজা,মৌসুমী আক্তার, কবি জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা দৈনিক মানবকন্ঠের চীপ রিপোর্টার জাহাঙ্গীর কিরণ সম্প্রতি গত ১৭মে ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনদ্বয়ের দায়িত্বশীলগণ,সদস্যগণ বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক, সাংবাদিক ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category