আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার সকালে শহরের সতাল চেম্বারের নিজস্ব ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ.কে.এম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে ও চেম্বারের পরিচালক খলিলুজ জামানের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চেম্বারের সিনিয়র পরিচালক আলহাজ্ব হাফেজ খালেকুজ্জামান। পরে চেম্বারের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ২০২৩-২০২৪ বছরের কার্যবিবরনী পাঠ, আয়-ব্যয় পেশ ও অনুমোদন শেষে সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চেম্বারের সহ-সভাপতি শামসুল ইসলাম শামীম, চেম্বারের পরিচালক – ইকবাল আহমেদ চৌধুরী অপু, বোরহান উদ্দিন, ওসমান গণি, দেলোয়ার হোসেন দিলু, আবু বক্কর ছিদ্দিক, শীতল কুমার সাহা, এহতেশামুল ইসলাম মুনাব্বী, মকবুল হোসেন বকুল, জহিরুল ইসলাম (সেলিম), রিজওয়ানুল আলম জোসেফসহ ব্যবসায়ী অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এসময় চেম্বারের বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারের অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ ও মোবাইলকোর্ট পরিচালনায় নেতৃবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করাসহ কিশোরগঞ্জ চেম্বারকে একটি স্মার্ট চেম্বার হিসেবে গড়ে তুলার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category