আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি 

আল আমিন, নরসিংদী:  ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘শাটডাউন’ কর্মসূচী পালন শুরু করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর হতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচী পালন শুরু করে তারা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল হতে ক্যাম্পাসে আলোচনা সভা ও বিভিন্ন স্লোগান দিতে থাকে বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানসহ নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়ার মাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচী শুরু করা হয়। দাবী আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে বলে জানায় আন্দোলনকারী পলিটেকনিটক শিক্ষার্থীরা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখে যোগ্য হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category