নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা আওতাধীন করিমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে হাওরে পথচারী ও শ্রমিকদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার ২৩ এপ্রিল চামড়াবন্দর এলাকায় প্রচন্ড গরমে অতিষ্ঠ পথচারী ও শ্রমিকদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়।
উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিছবাহ এর সঞ্চালনায় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাজ্বী লাল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি করিমগঞ্জ-তাড়াইলের গণ মানুষের নেতা হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি, মাওলানা তানভীর আহমাদ জেলা প্রশিক্ষণ সম্পাদক, আল আমিন সজিব উপজেলা সহ-সভাপতি, বিল্লাল হোসেন উপজেলা জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল ইসলাম এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ আশরাফুল ইসলাম উপজেলা যুব নেতা রুহুল আমিন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী অঙ্গ সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply