আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে একঘরে করার প্রতিবাদে পদযাত্রা ও স্মারক লিপি প্রদান

আলমগীর হোসেন, নিকলী প্রতিনিধি :  কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা গ্রামের একটি পরিবারকে একঘরে করার প্রতিবাদে পদযাত্রা ও স্মারক লিপি প্রদান করেছেন নিকলীর প্রতিবাদী সাধারণ নাগরিক ফোরাম।

আজ সকাল ১১ টায় নিকলী পুরান বাজার শিমুল শপিং কমপ্লেক্সের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন নিকলীর প্রতিবাদী সাধারণ নাগরিক ফোরাম এর কামরুল হাসান, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, প্রিন্স মাহমুদ তুহিন, মোহাম্মদ আরিফ মিয়া, এনামুল হক, শেখ রানা, তাজবীর হোসেন প্রান্ত, আশিক মাহমুদ আষাঢ়, সালাউদ্দিন ফিরোজ ,হিমেল আহমেদ, উপজেলা সাধারণ জনগণ প্রমুখ।

জানাগেছে পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য মসজিদের ধার্যকৃত চাদা দিতে বিলম্ব হওয়ায় নাম উল্লেখ করে মাইকে ভুক্তভোগী সহ একানব্বই জনের নাম ঘোষনা দেওয়ায় প্রতিবাদ করার অভিযোগে ঐ পরিবারকে গত ১২ই এপ্রিল শনিবার রাতে এশার নামাজের পর প্রভাবশালী ইদু মিয়া শাপলা ব্রিক ফিল্ডের মালিক ও তার ধোষর ব্যক্তিরা একঘরে করে দেওয়ার নির্দেশ দেন । মাতব্বর ও তার অনুসারীদের ভয়ে ঐ পরিবারটিকে গ্রামের কোন কাজে বা অনুষ্ঠানে অংশগ্রহন করতে দেয়না প্রতিবেশীরা। দিন যতই যাচ্ছে প্রভাবশালী মাতব্বরের চক্রের কারনে সামাজিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বাক্কার মিয়ার পরিবারটি। ভুক্তভুগী আবু বাক্কার জানান কুর্শা গ্রামের প্রভাবশালী ইদু পূর্বেও ব্যক্তিগত ও পারিবারিক এবং দীর্ঘদিনের আক্রোশে আরো কয়েকজনকে একঘরে রাখার অভিযোগ ও প্রমান রয়েছে। যাহা আইন বিরোধী ও অমানবিক। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় আছি।

একঘরে করার কারন জানতে মাতব্বর ইদ্রিস আলী ইদু বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category