নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজের পর কিশোরগঞ্জ জেলা শহরের শহীদী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুনরায় একি স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা, জেলা ইমাম-ওলামা পরিষদ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দল, মসজিদের মুসল্লিসহ সাধারণ জনগণ এবং বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।
এসময় তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিনে হামলা কেনো, জাতিসংঘ জবাদ দে-ইত্যাদি স্লোগান দেন। সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরায়েলের সব পণ্য বয়কটের ঘোষণা দেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply