আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির ইফতার ও বিদায়ী সম্বর্ধনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল ও সদ্য পদোন্নিত প্রাপ্ত সরকারি মনিটরিং অফিসারের বদলিজনিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ বিকেলে সংগঠনটির আয়োজনে জেলা শহরের পিটিআই কার্যালয়ে এ বিদায়ী সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম, পিটিআই এর সুপারিনটেনডেন্ট ফজলুল হক ভূঁইয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম,

সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতির সভাপতি আব্দুর রশিদ ফকির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার আব্দুল কাইয়ুম ভূঁইয়া।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিলিপ রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মজনু মিয়া, রিপন মিয়া প্রমুখ।
পরে সদ্য পদোন্নিত প্রাপ্ত সরকারি মনিটরিং অফিসার আব্দুল কাইয়ুম ভূঁইয়াকে সংগঠনের পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী সম্বর্ধনার দেওয়া হয়।
এসময় জেলার ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category