আলমগীর হোসেন,নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে শুষ্ক মৌসুম শুরু হতে না হতেই ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। টিওবওয়েলের পানির স্তর প্রায় ৪০ ফুট নিচে নেমে যাওয়ায় পানি উঠছেনা। এসব টিওবওয়েলে পর্যাপ্ত পানি না থাকায় চরম দুর্ভোগের শিকার উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। খরা মৌসুম শুরু হলে উপজেলার অধিকাংশ টিওবওয়েল অকেজো হয়ে পরবে বলে ধারনা করছেন উপজেলার সাতটি ইউনিয়নের বাসিন্দারা।
নিকলী সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ফাইজুল ইসলাম জানান আমাদের অগভীর টিওবওয়েল হওয়ায় তীব্র পানি সংকটে ভুগছি। আশে পাশে থাকা সাব মার্সেবল টিওবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে যা খুবই কষ্টকর।
নিকলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বুরহান উদ্দিন এ প্রতিনিধিকে জানান টিওবওয়েলগুলো পানির লেয়ার অগভীর হওয়ায় পানি সংকটের সমস্যা দেখা দিচ্ছে। তিনি আরো জানান তবে সরকারীভাবে সাব মার্সেবল বা গভীর নলকূপগুলো লেয়ার গভীর হওয়ায় অধিকাংশ টিওবওয়েলই সচল আছে।
Leave a Reply