আজ ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈষম্যবিরোধীদের চিত্র বিকৃতিকারী ছাত্রলীগের নেতা আটক

হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জের তাড়াইলে অপরেশনে ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আটক। আটক জাকির হোসেন ইমন সাচাইল গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। জুলাই বিপ্লব পর তাড়াইল মুক্তযোদ্ধা কলেজের বৈষম্য বিরোধী ছাত্রগণ দ্বারা অংকিত দেওয়াল চিত্র বিকৃতি করে ‘‘জয় বাংলা’’ লিখনের অন্যতম একজন ছিল বলে জানা যায়।

এবিষয়ে জানতে চাওয়া হলে,
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, গত ২৬ ফ্রেবুয়ারী রাতে তাড়াইল সাচাইল এলাকা হতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক জাকির হোসেন ইমন তাড়াইল উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি।রাত্রেই তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এ পর্যন্ত তাড়াইল উপজেলায় থেকে ডেভিল হান্টে অভিযান চালিয়ে তাড়াইল থানা আইনশৃঙ্খলা বাহিনী, আটজনকে গ্রেফতার করে জেলহাতে প্রেরণ করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে এমনটাই জানিয়েছেন কালের দর্পণ রিপোর্টারকে তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category