নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে রাস্তা প্রশস্থ্য করনের কাজ চলছে কিশোরগঞ্জ-চামড়া সড়কে। করিমগঞ্জ উপজেলার ভাটিয়া বাজার (সাকুয়া বাজার) এর পশ্চিম পার্শ্বের চালু কালবার্টটি পূনঃখনন হচ্ছেনা জেনে লাল নিশান স্থাপন ও সওজ বরাবরে একাধিক আবেদন করেন এলাকাবাসী।
২২ জানুয়ারি বুধবার রাস্তা প্রশস্তের পাশাপাশি ৫০ বছরের পুরনো কালবার্টটি পূণঃনির্মান প্রসঙ্গে ভাটিয়া দারুল আখেরাত কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান এবং এলাকাবাসীর পক্ষে শফিকুল ইসলাম সহ ৬১ জন স্বাক্ষরিত দুটি আবেদন করেন কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবরে।
আবেদনে তারা উল্লেখ করেন, আমাদের ভাটিয়া গাংপাড়া, ভাটিয়া জহিরকোনা গ্রামের বাসিন্দাগন জানতে পেরেছি যে, কিশোরগঞ্জ-চামড়া সড়কের পাশে অবস্থিত ভাটিয়া বাজার এর পশ্চিম পার্শ্বে এরশাদ উদ্দিন এর জমির পার্শ্বস্থ চালু কালবার্টটি পূনঃখনন হচ্ছেনা।
কালবার্টটির পাশেই রয়েছে দারুল আখেরাত কবরস্থান (যা প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরানো), রাস্তার দক্ষিণ পাশেই ভাটিয়া জরিকোনা গ্রাম, উক্ত গ্রামে প্রায় ১০০০ পরিবারের বাস। কবরস্থানের পানি এবং জহিরকোনা গ্রামের পানি বর্তমানে চলমান এই কালবার্ট দিয়ে প্রবাহিত হয়ে ভাটিয়া বিলে গিয়ে পতিত হয়। কালবার্টটি বন্ধ হলে ভাটিয়া জহিরকোনা গ্রামসহ দারুল আখেরাত কবরস্থানটি পানিতে তলিয়ে যাবে। এ ব্যাপারে বিগত ২১ সনের ১৮ অক্টোবর আরেকটি আবেদন পেশ করা হয়েছিলো।
এলাকাবাসীর দাবি মেনে নিয়ে ভাটিয়া জহিরকোনা গ্রামের ১০০০ পরিবার এবং ভাটিয়া দারুল আখেরাত কবরস্থান পানিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষায় কালবার্টটি পূনঃখনন করা না হলে আন্দোলন সহ বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন তারা।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমি সহকারী প্রকৌশলীদের কে বলেছি উক্ত স্থানে গিয়ে সবকিছু দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। যদিও প্রকল্পের মেয়াদ আরো দেড় বছর রয়েছে, প্রকল্পে না থাকলেও এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আমি বিকল্প ব্যবস্থা একটা কিছু করে দিবো।
Leave a Reply