আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির অভিষেক ও শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হলরুমে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ জাফর ইকবাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল আজিজ, ঢাকা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ঢাকা পিটিআইর সুপারিন্টেনডেন্ট ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবদুল মতিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়ের আহমেদ মজুমদার।

ঢাকা বিভাগীয় কমিটির সহঃ সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুমনের পরিচালনা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোছাঃ রেহেনা খাতুন সহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলার সম্মানিত অতিথিগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এতে শপথ বাক্য পাঠ করান আবদুল মতিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, কেন্দ্রীয় কমিটি।
এসময় ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী সহ কেন্দ্রীয় কমিটি, বিভাগীয় কমিটি এবং জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category