নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার দুপুরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে, জেলা শহরের শতবর্ষী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা এ মহড়ার উদ্বোধন করেন।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী মহড়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অগ্নি নির্বাপক কৌশল ও তাদের প্রাথমিক করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা উপস্থাপন করেন।
পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন চন্দ্র বর্মন হাতে কলমে শিক্ষার্থীদের অগ্নি নির্বাপক কৌশল শিখিয়ে দেন।
মহড়ায় এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply