নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তার দুজন হলেন জামালপুর জেলা সদরের বারুয়ামারী গ্রামের আমির হোসেন (৪২) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র্যাবের দলটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দড়িচড়িয়াকোণা কদমতলা এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। একপর্যায়ে ভৈরব থেকে কিশোরগঞ্জ শহরের দিকে আগত একটি এলিয়েন গাড়ি থামার জন্য সংকেত দেওয়া হয়। গাড়িটি থামানোর পর পিছনের সিটে থাকা দুজন পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাদেরকে আটক করেন। তাদের হেফাজত থেকে ১১ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোনসেট ও নগদ ১৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদক মামলায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply