আলমগীর হেসেন নিকলী প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে বিষাক্ত কীটনাশক ভেজাল সার মজুদ ও বিক্রয়ের অপরাধে মো: শফিকুল ইসলাম নামে এক ব্যাবসায়ীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার সার ও কীটনাশক রাখার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। স্থানীয়সূত্রে জানা যায় সার ও কীটনাশক ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভেজাল সার ও কীটনাশক মজুদ করে আসছেন এবং পরে তা অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রয় করতেন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার নিকলী উপজেলার রোদার পুড্ডা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলামের দুটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৮০০ বস্তা ভেজাল সার ও অনুমোদনহীন বিষাক্ত কীটনাশক ঔষধ জব্দ করা হয়। পরে তাকে ৫ লক্ষ টাকা জরিমানা সহ দুটি গুদামই সিলগালা করে দেয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শফিকুল ইসলামের দুটি গুদামে ভেজাল সার ও বিষাক্ত কীটনাশক পাওয়া গেছে, তিনি আরো বলেন উপস্থিত বিপুল জনতার সম্মুখে তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে ভেজাল পণ্য কিনে এনে তিনি নিজেই সার ও কীটনাশক তৈরি করতেন এতে করে এক দিকে যেমন কৃষক প্রতারিত হতো অপরদিকে মাটির গুনাগুন বিনষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন লাইসেন্সবিহীন অবৈধ ভেজাল সার ও বিষাক্ত কীটনাশক বিক্রি ও মজুদ করায় তাকে ৫ লক্ষ টাকা জরিমানা ও তার দুটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
Leave a Reply