আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোপন এসএমএসে বাড়ে ডিমের দাম, ভোক্তার অভিযানে জরিমানা

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি ও ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  এসময় অসাধু আড়তদার গোপন এসএমএস এর মাধ্যমে ডিম বাড়তি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ বিশ হাজার জরিমানা করা হয়েছে।

৭ অক্টোবর সোমবার অভিযান কালে জেলা সদরের বিন্নাটি বাজারের আল মদিনা এন্টারপ্রাইজ (২০ হাজার টাকা) ও কটিয়াদি উপজেলার আচমিতা বাজারের মায়ের দোয়া ডিমের আড়ত (১ লক্ষ টাকা) আড়তদারদের গোপন এসএমএস এর মাধ্যমে ডিম বাড়তি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় নগদ জরিমানা আদায় করা হয়।

জেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম সিয়াম হোসেনের সহযোগিতায় ও জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকস টিমের সার্বিক আইন শৃঙ্খলায় অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর হৃদয় রঞ্জন বণিক।

হৃদয় রঞ্জন বণিক সাংবাদিকদের জানান, অভিযানে দেখা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত যৌক্তিক মূল্য অপেক্ষা ২ থেকে ৩  টাকা অধিক মূল্যে পাইকারী পর্যায়ে বিক্রয় করা হচ্ছে, পাইকারি ব্যবসায়ীবৃন্দ ক্রয় -বিক্রয় রশিদ  সংরক্ষণ করছেন নাহ,  মূল্য তালিকায় প্রদর্শন করছেন নাহ এবং অনেক ডিম বিক্রয়ের আড়ত গোপন  এস এম এস পাওয়ার জন্য অপেক্ষা করছেন। লাল ডিম পাইকারি ১৩.৪০ টাকা  এবং খুচরা ১৪ টাকা দরে বিক্রয় হচ্ছে, সাদা ডিম পাইকারি ১৩.৩০ টাকা এবং খুচরা ১৪ টাকা দরে বিক্রয় করা হচ্ছে, পাইকারি ব্যবসায়ীরা সরাসরি খামার থেকে ক্রয় না করে মধ্যস্বত্বভোগীদের অনৈতিক সহযোগিতা ও যোগসাজশে করে অধিক মূল্যে ডিম ক্রয়-বিক্রয় করছে। বর্ণিত তথ্যসমূহ পর্যালোচনান্তে প্রতীয়মান হয়  অযৌক্তিকভাবে ডিমের মূল্যে বৃদ্ধি করা হচ্ছে বিধায় তাদেরকে জরিমানার আওতায় ও অন্যান্যদের সতর্ক করে দেওয়া হয়। তবে, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category