নিজস্ব প্রতিনিধি : ‘এসো মিলি প্রাণের স্পন্দনে, হৃদয়ে ৯১ বন্ধুত্বের বন্ধনে’ অনুষ্ঠিত হলো বন্ধুত্বের টানে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয়ে ৯১ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী ও বন্ধুদের মিলনমেলা।
৫ জুলাই শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বর্ণিল সাজে জমকালো আয়োজনে, দিনব্যাপী এ মিলন মেলায় একে একে একত্রিত হয়ে সবাই আনন্দ উল্লাসে উধ্বাসিত হন।
কী রে তুইতো দেখি বেশ মোটা হয়ে গেছিস, আরে তোর মাথা তো দেখি পুরাই ফাঁকা হয়ে গেছে, কত দিন পর তোকে দেখলাম, ভাবি বাচ্চার খবর কি? আরে আমাদের ৯১ ব্যাচের সব বন্ধুরা এখনো দারুন স্মাট যেনো সবাই হিরো আলম, সাকিব খান, আমির খান ও জায়েদ খান। আরে বন্ধু তুইতো একটা ফোনও দিস না, আমার মোবাইল নাম্বার কি তোর কাছে নেই- এমন নানান কথার ফুলঝুরিতে সারদিন আড্ডা ও স্মৃতিচারণ করেন তারা।
ব্যাচের অনেকেই ব্যবসা-বানিজ্য, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কেউ কেউ চাকুরি জীবন শেষে অবসর জীবন যাপন করছেন। এ অবস্থায় সবাই একত্রিত হয়ে স্মৃতি পাতায় সেই ১৯৯১সনের ছাত্র জীবনের আনন্দ অনুভব করেন বলে ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক আজহারুল ইসলাম ফকির রতনসহ জানিয়েছেন অনেকেই।
৯১ ব্যাচের এডমিন মোমতাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ব্যাচের ১৪০ জন শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ গ্রহণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবারও ফিরে যায় সেই ছেলে বেলায়।
৯১ ব্যাচের এডমিন ও আয়োজকদের আশা আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলা, প্রতিষ্টা বার্ষিকী, পহেলা বৈশাখ সহ পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার থাকবে।
Leave a Reply