নিজস্ব প্রতিনিধি :কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক পাচারকালে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আ. রশিদ (৪৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার (২৬ জুন) রাত ২টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী বাজারস্থ জনৈক মো. ওমর আলীর গালামালের দোকানের সামনে নতুন জেলখানা মোড় হইতে হোসেনপুর গামী পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপ এবং মাদক ব্যাবসায় ব্যবহৃত একটি মোবাইলসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা ও সেবনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে হোসেনপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply