আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ভৈরবের আয়োজনে ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত

ছাবির উদ্দিন রাজু ভৈরব : ভৈরবের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে গঠিত মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ভৈরবের আয়োজনে গত ১৮ জুন ২০২৪ খ্রিঃ মঙ্গলবার ফ্রি মেডিকেল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শিমুলকান্দি ইউনিয়নের সহযোগিতায় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃষ্টি উপেক্ষা করে ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৭০০ শত হতদরিদ্র রোগী- কে বিনামূল্যে চিকিৎসার প্রদান করা হয়। সংগঠনটির ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি সুখন সানজিদা প্রাপন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সার্বিক পরিচালনায় দিনব‍্যাপী

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন
নাক কান ও গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার তারেক মোহাম্মদ, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার গৌতম দাস, শিশু বিশেষজ্ঞ ডাক্তার বেনজামিন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বীন ইসলাম, ডাক্তার আব্দুল আউয়াল ডাক্তার মাসুদ রানা, ডাক্তার সোহাগ মিয়া, ডাক্তার ফজলে রাব্বী আশিক , ডাক্তার আব্বাস ভূঁইয়া, ডাক্তার খালেদ হাসান, ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার ফজলে শাকিল, ডাক্তার কামাল আহমেদ, ডাক্তার আতিকুর রহমান, ডাক্তার আজিজুল ইসলাম মিঠুন, ডাক্তার সুমাইয়া রহমান, ডাক্তার হোসাইন তানিয়া।
এছাড়াও উক্ত ফ্রি ক‍্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন অব ভৈরব এর কার্যকরী কমিটির বর্তমান ও সাবেক সদস‍্য বৃন্দ,শিমুলকান্দি ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিগণ ও এলাকার গণ্যমান‍্য ব‍্যক্তিবর্গ। উল্লেখ্য যে এ সংগঠনটি ২০১৩ সনে ভৈরব উপজেলায় প্রতিষ্ঠালাভ করার পর থেকে ব্লাড গ্রুপিং, মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা ক‍্যাম্প স্থাপন করে রক্তদান প্রদান, ইফতার মাহফিল, নবীন বরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, ঈদপূর্ণমিলনী নৌকাভ্রমণ, ও স্মরণিকা প্রকাশ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category