আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বিঘ্নে ঈদ উদযাপনে ভৈরব র‌্যাব-১৪, গোয়েন্দা নজরদারি জোরদার

ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃপবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষ যাহাতে নিবিঘ্নে ঘরে ফিরতে পারে, সে জন্য র‍্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামান, বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশক্রমে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং ও বিশেষ টহল টিম র‌্যাব-১৪ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইন-শূঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

র‌্যাব-১৪ এর আওতাধীন এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমান জালনোট সনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ কোরবানির পশুরহাটে র‌্যাব কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে জালনোট সনাক্তকরণ কার্যক্রমসহ পশুরহাটের আইন-শূঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকেট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মলম পার্টির সদস্যসহ সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করাসহ সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category