নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ও ক্লুলেস মাদ্রাসা পড়ুয়া ছাত্র অপহরণ মামলার অপহরণ চক্রের মূল পরিকল্পনাকারী সহ ২জন আসামী গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির ২১ জানুয়ারি দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গত ২২ ডিসেম্বর বিকাল আনুমানিক সাড়ে তিনটায় ভিকটিম মোঃ নিদানুর ইসলাম লাবিব(১৩) তার বর্তমান বাসা হইতে মাদ্রাসার উদ্দেশ্যে যায়। ঐ দিন রাত আনুমানিক ৭ ঘটিকার সময় মাদ্রাসার শিক্ষক ভিকটিমের মাতা মোছাৎ লুৎফা বেগমের নিকট ফোন করে জানায় যে, তার ছেলে মাদ্রাসায় আসে নাই। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের মাতা সহ তার আত্নীয়স্বজন মাদ্রাসা এবং সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করিয়া ভিকটিমকে না পেয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, অতপরঃ ভিকটিমের মাতা মোছাঃ লুৎফা বেগম কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরীর কপি সহ র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে ১টি অভিযোগ দায়ের করলে, বিষয়টি কিশোরগঞ্জ ক্যাম্প অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য তথ্য ও প্রযুক্তির সাহায্যে গোয়েন্দা নজরদারি অব্যহত রাখে।
ভিকটিম মোঃ নিদানুর ইসলাম লাবিব ময়মনসিংহ নান্দাইল ডাংরা গ্রামের মোঃ নজরুল ইসলাম লিটন এর ছেলে।
বর্তমানে কিশোরগঞ্জ শহরের রথখোলা একটি বাসায় বসবাস করে নগুয়া হেফজুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
গত ১৭ জানুয়ারি কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ভিকটিম নিদারুল ইসলাম লাবিব(১৩) একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র দ্বারা অপহরণ হয়েছে মর্মে নিশ্চিত হয়। অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে চট্টগ্রাম, ঢাকা, ভৈরব ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘন ঘন স্থান পরিবর্তন করায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে ধৃত করতে কিছুটা বেগ পেতে হয়। ইতিমধ্যে অপহরণ চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ (২৬) বিভিন্ন সময় বিভিন্ন মোবাইল নাম্বার হইতে ভিকটিমের পরিবারকে ফোন করে মুক্তিপণ হিসেবে ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে হত্যা করবে বলে ভিকটিমের পরিবারকে হুমকি দিতে থাকে। ভিকটিমের পরিবার নিরুপায় হইয়া গত ২০ জানুয়ারি সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় ৩,০০০/-(তিন হাজার) টাকা এবং সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা সহ সর্বমোট ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা আসামী মোঃ আব্দুল্লাহ এর দেওয়া বিকাশ নাম্বারে প্রেরণ করে। ভিকটিমের মাতা মোছাৎ লুৎফা বেগম তার ছেলে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ১টি অপহরণ ও মুক্তিপণ দাবি সংক্রান্তে মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় মুক্তিপণের টাকা প্রেরিত বিকাশ নম্বারটির সুত্র ধরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প আসামীর অবস্থান নিশ্চিত হয়ে দীর্ঘ প্রচেষ্টার পর র্যাব-১৪ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে গত ২০ জানুয়ারি রাত ৮.১০ ঘটিকার সময় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখোলা এলাকা হইতে ভিকটিম নিদারুল ইসলাম লাবিব(১৩) উদ্ধার এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ (২৬) ও মোঃ রাসেল (২৫)কে আটক করে। এবং অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ আব্দুল্লাহ এর নিকট হইতে মুক্তিপণ আদায়ের ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত) টাকা এবং ২টি মোবাইল সহ ৫টি সিম উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ আব্দুল্লাহ বান্দরবান আলীকদম উপজেলার নয়াপাড়া গ্রামের মনির আহমেদ এর ছেলে, ও অপর সদস্য মোঃ রাসেল কুমিল্লা মুরাদনগর উপজেলার দেওড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
উক্ত অপহরণ মামলার আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply