নিজস্ব প্রতিনিধি ঃকিশোরগঞ্জে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের মাধ্যমে অবসরপ্রাপ্ত ১০২ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ১২ কোটি ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ আগষ্ট ) কিশোরগঞ্জ শহরের কালীবাড়িস্হ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত ভাতা প্রদান অনুষ্ঠানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে স্ব স্ব ব্যাংক হিসাবে অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে, অবসর শিক্ষা বোর্ডের সচিব ও কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজর অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্ব আলোচনায় অংশ নেন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আফাজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু’সহ অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বোর্ডের সদস্য সচিবের সদিচ্ছার কারণে আজকে আবেদন করার পর পরই এই সব আর্থিক সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে আবেদন করতে কোন ফাইলপত্র লাগে না, শুধুমাত্র এমপিও ভুক্তির একটা কাগজ স্কেন করে আবেদন করলেই ঘরে বসেই পেয়ে যাচ্ছেন এসব ভাতা।
একজন সুবিধাভোগী শিক্ষক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করেছেন বলেই এবং অধ্যক্ষ শরীফ সাদীর মতো নির্মোহ মানুষ অবসর বোর্ডে আছেন বলেই আমরা কোনোরকম বিড়ম্বনা, হয়রানি ও অবৈধ উৎকোচ ছাড়া স্বল্প সময়ে অনলাইনের মাধ্যমে আমাদের সকল প্রাপ্য পেয়ে যাচ্ছি। এজন্য সবার প্রতি রইলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
Leave a Reply