আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বঙ্গবন্ধু’র ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব  প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৮টায় শহরের খরমপট্টিস্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন – কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার, জেলা পরিষদ, কিশোরগঞ্জ পৌরসভা, জেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনের সদস্য সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম.এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহ। বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমা, সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগকারী সদস্যদের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার কাঙ্গাল ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category