আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউটের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ

“চাকরী নয়, ফ্রিল্যান্সিং করুন” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউটেরর উদ্দ্যোগে আজ ১৪ আগষ্ট সোমবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।
ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউটের ফাউন্ডার এন্ড সিইও ইউসুফ আহমেদেরর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান। ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোরাব হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার চক্রবর্তী, আরো বক্তব্য রাখেন মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ শাহ ফকির, মাধবদী ডিজিটাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাঃ শেখ সাদী, নরসিংদী উদয়ন কলেজ এর পরিচালক হাসিবুর রহমান অনিক, ইসলামী ব্যাংক মাধবদী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মতিউর রহমান, ব্রাইট টাচ কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন সহ ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউটের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কোষাধক্ষ্য মোহাম্মদ মুছা মিয়া, দপ্তর সম্পাদক দিনার চৌধুরী সহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তিগত বিদ্যা শেখার উপর জোড় দেওয়া হয়। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করতে এ(প্লাস) প্রাপ্ত ৭৭জন ও ফ্রিল্যান্সার আইটি ইনষ্টিটিউট এর সাধারণ শিক্ষার্থী ৮০জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category