নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া দশটায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র একটি ঠিম ভৈরব থানার কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় করার সময় মাদক কারবারি মোঃ চান মিয়া (৫৫)কে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
মাদক কারবারি চান মিয়া ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মৃত মালু মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ সদরসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply