নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ সদরের মহিনন্দ হাজী ইসরাইল মেহেরুন্নেছা টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে দশটায় মহিনন্দ হাজী ইসরাইল মেহেরুন্নেছা টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে, ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় মোঃ ইলিয়াছ(২০), আব্দুল্লাহ(১৮) ও কামরুল ইসলাম(২৮)কে হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এবং তাদের নিকট থেকে ১৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ীদের মধ্যে দু’জন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিষ্ট্রাট ক্যাম্প এলাকার সামছুল আলমের ছেলে মোঃ ইলিয়াছ(২০) ও নবী হোসেনের ছেলে আব্দুল্লাহ(১৮) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকার আব্দুল খালেকের ছেলে কামরুল ইসলাম(২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পরস্পরের যোগসাজসে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply