নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কিশোরগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল থেকে সাংবাদিকদের জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার (১ জুন) রাত সোয়া ১১টায় পাকুন্দিয়া উপজেলার চরফরাদী দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. আল আমিন (২৯) ও শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩২) নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক হওয়া দুইজন মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আল আমিন উপজেলার চরফরাদী ঠাকুরবাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে এবং শরিফুল ইসলাম ওরফে শরিফ হাপানিয়া ভূমি অফিস সংলগ্ন এলাকার মৃত রমজান আলীর ছেলে।
জিজ্ঞাসাবাদে, তারা বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে কিশোরগঞ্জ জেলা ও আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
এ ঘটনায় পাকুন্দিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply