আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

শফিক কবীর ঃ কিশোরগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ২৮ মে সকালে ‘গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি; নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি হাসপাতালের এলাকা পরিদর্শন করে কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ নূর মোঃ শামসুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডিস্ট্রিক্ট এমএনসিএএইচ অফিসার ডা. মাহফিনা হক বৃষ্টি, হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. মরিয়ম আক্তার, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও তত্ত্বাবধায়ক মোছাঃ কামরুন্নাহার প্রমূখ।
বক্তাগণ বলেন, নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার কমানো ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই প্রতি বছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে।
ডব্লিউএইচও এর তথ্য মতে, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজার নারী গর্ভধারণ ও গর্ভধারণ সংক্রান্ত কারণে মারা যান। আমাদের দেশে প্রতি এক লাখ প্রসবের মধ্যে মাতৃমৃত্যুর হার ১৬৫ জন। ২০৩০ সালের টেকসই উন্নয়নে এ সংখ্যা ৭০ জনে কমিয়ে আনার লক্ষে কাজ করছে সরকার।
এসময় গর্ভবতী মা, হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও স্টাফ নার্সগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category