আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বক্সিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক: কিশোরগঞ্জে ১০দিন ব্যাপী বক্সিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক তৃণমূল পর্যায়ে অনূর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ (বক্সিং)-২০২৩ এর আওতায় কিশোরগঞ্জে এ বক্সিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নাজরুল ইসলাম স্টেডিয়ামে জেলার ৩৫ জন বালক ও বালিকা হতে ১৬ জনকে বক্সিং প্রশিক্ষনার্থী হিসেবে বাছাই করা হয়।

বক্সিং প্রশিক্ষণের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হোসেন সারোয়ার লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহীর সঞ্চালনা বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মো. হাবিবুর রহমান সজল, ক্রিকেট কোচ স্বপন প্রমুখ। এসময় স্থানীয় ক্রীড়ামোদিগণ ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্সিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় বক্সিং প্রশিক্ষক মো. আতিয়ার রহমান এবং সহাকরী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কিশোরগঞ্জ আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম. আব্দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category