আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা বীর মুক্তিযোদ্ধা পুলিশদের সংবর্ধনায় ডিবি প্রধান

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল সেডে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়োন্দা শাখার প্রধান (ডিবি) পুলিশের ডিআইজি মোহাম্মদ হারুন অর রশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও সশস্ত্র যুদ্ধের কথা তুলে ধরেন। তিনি বলেন, হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের অংশ হিসেবে রাজারবাগ আক্রমণ করে। তখন পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। প্রথম সশস্ত্র যুদ্ধ রাজারবাগ থেকেই শুরু হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্ষমতা চলে যায় স্বাধীনতা বিরোধীদের হাতে। তাদের গাড়িতে উরে রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা। আর তাদেরকেই স্যালুট দিতে হয় আমাদের এই পুলিশ বাহিনীর।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ আফজল, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ ফরহাদ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের বীর মুক্তিযুদ্ধা আনোয়ার কামাল, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বাদল রহমান, মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম প্রমুখ।


অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক আবদুল কাহার আকন্দসহ জেলার মোট ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category