আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির

নিজস্ব প্রতিনিধি ঃ ৩ দফা লিখিত দাবিতে (ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে লাইসেন্স প্রাপ্তি , কয়লা সংকটের বেহালদশায় বড়পুকুরিয়া খনি হতে কয়লার ব্যবস্থা করা ও প্রচলিত জিগজ্যাগ পদ্ধতি ২০৩০ সাল পর্যন্ত বহালে) মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা।


বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির স্বীদ্ধান্তে রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধনে (ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এবং (সংশোধন) আইন ২০১৯ এ বর্ণিত জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনে ওয়ান স্টপ সার্ভিসে লাইসেন্স প্রাপ্তি, সারা বাংলাদেশে প্রায় ৯৮% ইট ভাটা জিগজ্যাগ প্রযুক্তির ,এ জিগজ্যাগ ডাটা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যা উপমহাদেশের টেকসই এবং সহজ প্রযুক্তি আগামী ২০৩০ইং সাল পর্যন্ত লাইসেন্স ও ছাড়পত্র প্রদান ও বর্তমানে জ্বালানী হিসেবে কয়লা সংকটের বেহালদশায় বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লার ব্যবস্থা করার ৩ দফা লিখিত দাবি পেশ করেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ খালেকুজ্জামান।


এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ মানিক, সিনিয়র সহ-সভাপতি এম.এ মুছা, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহাব উদ্দিন, সহ-সভাপতি নূরে আলম দীপু, যুগ্ম সম্পাদক মোঃ শামছুল ইসলাম শামীম, আব্দুল্লাহ আল মামুন মহন, মোঃ শাহজাহান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক আবুল হাসান লাকু, দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন তুতু, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইছহাক ভূঞা, ব্যবসা বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কার্যকরী সদস্য দীপক রঞ্জন রায়, মোঃ জসিম উদ্দিন, মুছা মারুয়া, মোঃ বকুল মিয়া, মাহফুজুর রহমান’সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও শত শত ইট প্রস্তুতকারী কারীগর/শ্রমিকবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category