সঞ্জিত চন্দ্র শীল হোসেনপুর প্রতিনিধিঃ হোসেনপুর ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব কার্যক্রমে অধীনে পুরাতন ব্রম্মপুত্র নদে রবিবার সকালে পোনা মাছ অবমুক্ত করণ (২য় পর্যায়) অনুষ্ঠিত হয়। পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি ছিলেন-মোহাম্মদ সোহেল এম,কম (চেয়ারম্যান উপজেলা পরিষদ হোসেনপুর), রাবেয়া পারভেজ (উপজেলা নির্বাহী অফিসার হোসেনপুর), আঃকাইয়ুম খোকন (মেয়র হোসেনপুর উপজেলা),মাসুদ আলম(অফিসার ইনচার্জ হোসেনপুর মডেল থানা),মোঃনজরুল ইসলাম(উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদঃ),বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া(সভাপতি উপজেলা আওয়ামীলীগ), এম এ হালিম (সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী-লীগ।),মোস্তাফিজুর রহমান মোবারেজ ( সভাপতি পৌর আওয়ামী লীগ), মোহাম্মদ আজহারুল ইসলাম,মোঃ আওলাদ হোসেন( সদস্য-সচিব বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লী)ও মোঃ এনায়েত কবির, হোসেনপুর উপজেলার ছাত্র লীগ এর সভাপতি মোস্তাফিজুর রহমান মোখলেছ প্রমুখ।
Leave a Reply