সুনামগঞ্জ ক্রীড়া প্রতিনিধি ঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে দূরপাল্লার (১৫ কি.মি.) সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৮অক্টোবর শনিবার সকালে অনুষ্ঠিতব্য এ (১৫ কি.মি.) দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা সুনামগঞ্জের নীলাদ্রী লেকপাড়ে উদ্বোধন করা হয়।
সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মেজবাহ উদ্দিন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। নীলাদ্রী লেকপাড় থেকে তাহিরপুর টালার ঘাট পর্যন্ত ১৫ কিলোমিটার দূরত্বে ৪ ঘন্টা ৪৭ মিনিট সময় নিয়ে প্রতিযোগিতায় ১ম হয়েছেন বগুড়া জেলা ক্রীড়া অফিস এর মোঃ রাব্বি রহমান। ৫ ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে ২য় হয়েছেন বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটির জাহিদ কামাল বিদ্যুৎ। ৩য় হয়েছেন ক্রীড়া পরিদপ্তর এর সহকারী পরিচালক এস আই এম ফেরদৌউস আলম। তিনি সময় নিয়েছেন ৫ ঘন্টা ৫৮ মিনিট। ১২ জন প্রতিযোগিতায় অংশ নিলেও ১৫ কিলোমিটার দূরত্ব শেষ করতে পারেন ৮ জন। ৬ ঘন্টা ১৫ মিনিট সময় নেয় মোঃ বদর উদ্দীন, ৭ ঘন্টা ০৫ মিনিট সময় নেয় ফজলুল কবীর সিনা, ৭ ঘন্টা ২০ মিনিট সময় নেয় শ্রী দ্বিপক, ৭ ঘন্টা ৩২ মিনিট সময় নেয় মোঃ মাহমুদুল ইসলাম এবং ৮ ঘন্টা ০৬ মিনিট সময় নিয়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন আব্দুল্লাহ আল তওসিফ।
সমাপনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিনের সভাপতিত্বে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী (বাবুল)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন পরিচালক, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, জনাব মোঃ রুবেল খান, প্রভাষক, সরকারি শারীরিক শিক্ষা কলেজ, ঢাকা, জনাব হাফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, তাহিরপুর সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply