মোঃ আল আমিন. মাধবদী (নরসিংদী) মংবাদদাতা :
স্বামীর অত্যাচারে মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্নহত্যার পথ বেছে নিয়েছে গৃহবধু মণি আক্তার। গৃহবধূ আত্নহত্যার ঘটনাটি ঘটেছে গত ৩ জুন শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের ঝিরকুটিয়া গ্রামে। মাধবদী থানায় দায়ের করা মামলার বিবরণে জানাগেছে, গত ১বছর পূর্বে আপন চাচাতো ভাই ঝিরকুটিয়া গ্রামের আঃ গাফ্ফারের ছেলে আকাশ মিয়া(২১) এর সাথে একই গ্রামের কুরবান আলীর মেয়ে মণি আক্তার(১৮) এর বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকে তাদের সাংসারে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি চলেছিলো আর এ নিয়েই স্বামী আকাশ তার স্ত্রী মণির ওপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে। ঘটনার দিন ৩জুন বিকাল আনুঃ ৫টার সময় মণি আক্তার তার স্বামী আকাশকে কাজ যাওয়ার কথা বললে এ নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আকাশ তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে স্ত্রী মনি তার মানসিক চাপের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার রুমের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মাধবদী থানায় মামলা নং-৪। এ ব্যাপারে মণির স্বামী আকাশকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।
Leave a Reply