আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মনির গুরুতর আহত

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি:সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক গুরুতর আহতের ঘটনা ঘটেছে আজ ১৭ মে মঙ্গলবার মাধবদীতে। সাপ্তাহিক বাবুরহাট বার্তার সহকারী বার্তা সম্পাদক, দৈনিক এশিয়া বাণীর নরসিংদী জেলা প্রতিনিধি, দৈনিক মুক্ত খবরের নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি ও মাধবদী প্রেস ক্লাবের সদস্য এবং নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রতিদিনের মতো আজও মঙ্গলবার (১৭ মে) ভোরে ফজরের নামাজ শেষে সাইকেল যোগে শেখেরচর থেকে ব্যয়াম করতে বের হয়ে মাধবদী আসার পথে আনন্দী গাংপাড় এলাকায় পৌছা মাত্রই টাটাপাড়ার মৃত বাছেদ মিয়ার পুত্র সন্ত্রাসী স্বপনের নেতৃত্বে মৃত রোশন আলীর পুত্র ইসমাইল সহ আরো কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে অতর্কিত হামলা চালিয়ে প্রচন্ড মারধর করে। এসময় সাংবাদিক মনিরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ও মিলের শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আরো জানা গেছে, মনিরের উপর সন্ত্রাসী হামলার পূর্বেও একটি পিকআপভ্যান ও মোশাররফ স্পিনিং মিলের একটি লেগুনা গাড়ীর ড্রাইভারকে আটক করে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ী ভাংচুর করে ঔই সন্ত্রাসীরা। পরে সংবাদ পেয়ে মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম)সহ সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে স্থানীয় প্রাইম হাসপাতালে ভর্তি করে। স্বপন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই, মাদক ব্যবসা, অপহরণ, জিম্মি করে টাকা আদায়ের বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও সুত্র জানায়। স্বপন বাহিনীর অত্যাচারে ফুলতলা ও আনন্দী এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। শেষ খবর পর্যন্ত জনাগেছে এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category