আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ পাঁচ দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে অবস্থান করছেন। রোববার (২৭ মার্চ) সফরের প্রথমদিন কিশোরগঞ্জের মিঠামইনে “তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প ২০২২” আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন। সোমবার (২৮ মার্চ) সফরের দ্বিতীয় দিন মিঠামইন ও ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে রাষ্ট্রপতি মিঠামইনে হাসানপুর ব্রিজ এবং চং নোয়াগাঁওয়ে বালিখোলা ফেরিঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

পরে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ইটনায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
এছাড়া রাষ্ট্রপতি উজানধনু নদীর উপর বলদা ফেরিঘাট পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এবং পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জ সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলা সফর করে আগামী ৩১ মার্চ বঙ্গভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে রাস্ট্রপতির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category