আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা দিলো কিশোরগঞ্জ পৌরসভা

নিজস্ব প্রতিনিধি ঃ মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা, বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে কিশোরগঞ্জ পৌরসভা।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর মেয়র মাহমুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, পৌরসভার সকল কাউন্সিলর, কর্মচারী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে আট জন বীর মুক্তিযোদ্ধাগণকে পৌরসভার পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের প্রতীকি ভাষণ পাঠ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা, গুণীজনের কিশোরগঞ্জের উপর আলোচনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবন আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category