আজ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভলিবল লীগের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে ভলিবল লীগ এর চূড়ান্ত পর্বের খেলা শুরু। মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এর উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা ও কিশোরগঞ্জ পৌরসভার আর্থিক সহযোগিতায় ১৬টি দল নিয়ে শুরু হলো চূড়ান্ত পর্বের খেলা।

এর আগে গত বছর বাছাই পর্বে অংশ নিয়েছিলো ৫৬ টি দল। চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া ১৬ দল চারটি গ্রুপে লীগ পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে গুরুদয়াল সরকারি কলেজের দুটি মাঠে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচের ফলাফল কিশোরগঞ্জ ভলিবল একাডেমি ২-০ আব্দুল ওয়াহাব স্মৃতি সংসদ, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ২-০ পাভেল কামাল স্মৃতি সংসদ, স্টারলিট স্পোর্টিং ক্লাব ২-০ সবুজ ভূইয়া স্মৃতি সংসদ, শালজান ভলিবল ক্লাব ২-০ চাঁদ স্মৃতি সংসদ, উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ২-০ থানেশ্বর সমাজ কল্যাণ সংঘ, উৎসাহ ক্রীড়া চক্র ২-০ আশুতিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব, মাতৃভাষা স্পোর্টিং ক্লাব ২-০ দিলীপ দাস গুপ্ত স্মৃতি সংসদ, খেলার জগৎ ফুটবল একাডেমি ২-০ ননশ্রী আলমদীপাড়া ক্লাব।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার এবং লীগ কমিটির সদস্য সচিব আল-আমিন জানান, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং সাবেক খেলোয়াড়দের সার্বিক সহযোগিতায় প্রায় একযুগ পর ভলিবল লীগ আয়োজন হচ্ছে। ভবিষ্যতে এই লীগ অব্যহত থাকলে জেলা থেকে ভালোমানের খেলোয়ার উঠে আসবে।

আগামী ১৬ এবং ১৮ মার্চ গ্রুপের বাকি পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০ মার্চ কোয়ার্টার ফাইনাল, ২২ মার্চ সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category