স্টাফ রিপোর্টারঃ বর্তমান সময়ে বাংলাদেশের বহুল প্রচারিত অনলাইন বিডি২৪ ক্রাইম.কম এর প্রকাশক ও সম্পাদক বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন(বসকো’র) সাধারণ সম্পাদক, ঢাকা প্রেসক্লাবের এসোসিয়েট সদস্য, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আলম তপু সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিএসএমএফ এর কেন্দ্রীয় কমিটির সমস্যা নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নক্ষত্র সাংবাদিক ছাইদুর রহমান লিমনের পক্ষে নিউজ
করায় কতিপয় বেনামী অনলাইন পত্রিকায় মিথ্যে তথ্য দিয়ে নানা ধরনের অপবাদ দিয়ে নিউজ প্রকাশ করেছেন যা সংবাদ পত্রের অসম্মানীকর ও ব্যক্তির চরম ইজ্জত হানীকর ঘটনার মত। উল্লেখ্য – সদ্য ঘটে যাওয়া বিএসএমএফ এর মিটিংয়ে দেশের একজন সত্যবাদী সাহসিক কলম সৈনিককে মিথ্যা অপবাদ থেকে বাঁচাতে বিডি ২৪ ক্রাইমকম একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদনের জের ধরে রাকিবুল হাসান আহাদ নামের একব্যক্তি আলোকিত ৭১ সংবাদ অনলাইন, রংধনু, দূর্জয় বাংলা ও দেশ কালান্তর অনলাইন নিউজ প্রোর্টালে এলাকাচুত দালাল ব্যক্তিটি বিএসএমএফ পক্ষ নিয়ে আমার নামে নারী, মাদক সহ একাদিক অপবাদ প্রকাশ করেছেন যা সারা দেশের সকল সাংবাদিক ও সম্পাদকের ইজ্জতের উপর আঘাত এসেছে। আমি ঐসব প্রকাশিত নিউজের তীব্র প্রতিবাদ জানাই ও বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন ঐসব অনলাইন ও সাংবাদিক পরিচয় বহন করা ব্যক্তিদের দেশের প্রচলিত আইনের আওতায় আনতে জোর দাবী জানাচ্ছি। পাশা-পাশি বিডি ২৪ ক্রাইম. কম এর পক্ষ থেকে সরকারের কাছে সকল ধরনের আইনী সহায়তা চাই।
Leave a Reply