ফাতেমা শবনম, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবর পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি সারোয়ার জাহান জুয়েল, দৈনিক সবুজ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ফকরুদ্দীন আহম্মেদ সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও BD24CRIME এ সম্পাদক ও প্রকাশক মোঃ জাহাঙ্গীর আলম তপু। এসময় উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার কাইমুল ইসলাম। উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি আরিফুর রহমান রাব্বানী, দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খ.ম শফিকুল ইসলাম,, দৈনিক ইত্তেফাক পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ফারুক আহম্মেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মামুন তালুকদার, দৈনিক মানবজমীন পত্রিকার ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল পল্লী সংবাদ.কম এর সম্পাদক আজহারুল ইসলাম, বাংলাদেশ সমাচার পত্রিকার ত্রিশাল প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মোমিন তালুকদার, বাংলাদেশের খবর পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ফাতেমা শবনম ও ঢাকার ডাক পত্রিকার পত্রিকার ত্রিশাল প্রতিনিধি জাকিয়া বেগম আকলিমা প্রমূখ।
Leave a Reply