মোঃ আল আমিন, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ
কিশোর অটো চালক অন্তর (১৩) হত্যার পাঁচ দিন পর অটো ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার ৬ ডিসেম্বর সকাল ১১ টায় নরসিংদী পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
অতিরিক্ত পুলিশ সুপার তার লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান গত ১ ডিসেম্বর মাধবদীতে অটোরিক্সা নিয়ে জিবিকার সন্ধানে সড়কে বের হয় কিশোর বয়সের অন্তর পরে ঔই দিনই বিকেলে নিখোঁজ হয় অটো চালক অন্তর (১৩)। অনেক খোঁজা খোজির পর পরের দিন বিকেল বেলা মাধবদী থানার বালাপুর রোডের দরগা কান্দা গ্রামে কচুরী পানা ভর্তী একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। পরে এ ঘটনায় অন্তরের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ এর তত্বাবধানে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার পিপিএম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গত রোববার ৫ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর এলাকা থেকে আসামী আল আমিন (৩৬), বকুল মিয়া (৪৫), অহিদুল ইসলাম মাতাব্বর (সবুজ২৫), ছগির(৩১), সাজ্জাদ (শাহাদত ৩২) কে আটক করা হয়। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তর হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবত নরসিংদী জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে। তারা সকলেই আন্তঃজেলা অটো ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। আটককৃত বকুলের বিরুদ্ধে শিবপুর মডেল থানা ও মাধবদী থানায় ৩টি মামলা রয়েছে। সাজ্জাত (শাহাদত) এর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রয়েছে। আটককৃতরা আরো জানায় যাত্রী সেজে অটোরিকশায় উঠে বালাপুর রোডে নির্ঝন স্থানে অন্তরকে অচেতন করে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে হাত বেঁধে পানিতে ফেলে দিয়ে তার অটো রিক্সা নিয়ে পালিয়ে যায়। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
Leave a Reply