নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অনুষ্ঠিত হলো বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা।
৩ নভেম্বর (বুধবার) সকালে নিকলী উপজেলা পরিষদ পুকুরে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হও।
প্রতিযোগিতায় ৫টি পদক নিয়ে সেরা হয়েছে নিকলী সুইমিং ক্লাব।
কিশোরগঞ্জ জেলার চারটি উপজেলা থেকে আগত ২২ টি স্কুল এবং ক্লাবের ১০২ জন বালক এবং বালিকা এতে অংশ নেয়।
অনূর্ধ্ব ১৭ বালক-বালিকা এবং অনূর্ধ্ব ১৪ বালক-বালিকারা ৫০ মিটার উন্মুক্ত সাঁতার, ৫০
মিটার বুক সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার এবং ৫০ মিটার প্রজাপতি সাঁতার ইভেন্টে অংশ নেয়। ৩টি স্বর্ণ এবং ২টি রৌপ্য নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নিকলী সুইমিং ক্লাব। ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৩টি ব্রেঞ্জ নিয়ে রানার্স আপ হয়েছে নিকলী মুক্তিযোদ্ধা সু্ইমিং ক্লাব।
প্রতিযোগিতা শেষে নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসসাদিকজামানের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূঞা
(জনি)।
বয়স ভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ১৫ জন বালক এবং ১৫ জন বালিকাদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজনের কথা জানান জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
Leave a Reply