আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে কিশোরগঞ্জ পৌরএলাকায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

নিজস্ব প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের চরশোলাকিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল অসহায়দের মাঝে খাবার বিতরন অনুৃষ্টিত।

সোমবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে চরশোলাকিয়া গুলশান মোড় এলাকায় এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগেরর যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

কিশোরগঞ্জ আওয়ামীলীগেরর প্রবীন নেতা হাজী মো: ইছাম উদ্দিনেরর সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীলের সাধারণ সম্পাদক শেখ মো: রতন মিয়ার পরিচালনায় উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফুর রহমান টুনু, বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিবলী,শহর কৃষকলীগের সহ-সভাপতি মো: কাঞ্চন মিয়া প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৫ আগস্ট শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শের নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। ৭৫ এর ১৫ আগস্ট রাতের অন্ধকারে নির্মমভাবে কিছু ঘাতক জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন সহ
বর্তমান সরকারের উন্নয়ন, বঙ্গবন্ধুর জীবন আদর্শের উপর বিস্তারিত আলোকপাত করেন।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও খাবার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামিলিগের নেতৃবৃন্দ সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামিলিগের নেতা কর্মিরা উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category