নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভুমি দস্যুতা, অবৈধ দখলবাজি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী দৌরাত্ম থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগীরা। শনিবার দুপুরে জেলা শহরের একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে মাইজখাপন ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীদের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘটনার ভুক্তভুগী অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য
এবং তাহেরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ ফাইজুল ইসলাম। এ ছাড়াও ভুক্তভুগী এলাকাবাসীদের পক্ষে উপস্থিত থেকে সন্ত্রাসী ঘটনার বিবরণ দেন মোঃ শাহ আলম, মোঃ আবু জাহেদ এবং মোঃ গণি মিয়া।
লিখিত বক্তব্য ছাড়াও ব্যক্তিগত বক্তব্যে তারা জানান, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেত্রাহাটি বেপারীপাড়া গ্রামের মৃত তমুর উদ্দিনের দুই পুত্র স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া (৪৫) ও মোঃ সায়ু মিয়া (৩৫) এ দুই ভাইয়ের সন্ত্রাসী ও বেপরোয়া কর্মকান্ডে ব্যবসায়ীসহ সাধারণ গ্রামবাসী অতীষ্ঠ। দীর্ঘদিন ধরে এই দুই ভাই ও তাদের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসী বহিনী ভুমি দস্যুতা, অবৈধ দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। প্রতিবাদ করলে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করাসহ অপদস্থ করা হয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে পুলিশ প্রশাসন
বরাবরে একাধিকবার আবেদন করেও সুফল পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে বক্তারা মাইজখাপন ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া ও মোঃ সায়ু মিয়া এ দুই ভাইয়ের সন্ত্রাসী ও বেপরোয়া কর্মকান্ড দূর করতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য বকুল মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
Leave a Reply